কোচবিহার

পেট্রোলের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে,কোচবিহারে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস

পেট্রোলের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল যুব তৃণমূল কংগ্রেস। কোচবিহারে ব্রাহ্মণ মন্দিরের সামনে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের যুব সংগঠন। আন্দোলনের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ প্রতিম রায়। এছাড়াও হাজির ছিলেন যুব নেতা অভিজিত দে ভৌমিক সহ আরও অনেকেই। জেলার নানা প্রান্ত থেকে যুব কর্মীরা মিছিল করে এসে সামিল হন এই কর্মসূচীতে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে যুব তৃণমূল কংগ্রেস। দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ। সাংসদ পার্থ প্রতিম রায় এদিনের মঞ্চে স্লোগান তোলেন ২০১৯ এ বিজেপি ফিনিস।

এবিষয়ে সাংসদ প্রার্থ প্রতিম রায় বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের বিভিন্ন জেলায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া সহ একাধিক জন বিরোধী নিতির জন্য তারা এদিন ১২ টা থেকে ৪ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে নেমেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/ezDA5kraIYA